লাখাইয়ে পলাতক আসামী সহ তিন জন গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪২ PM, ২৪ অগাস্ট ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাই থানার পুলিশ পলাতক আসামী সফিক মিয়া, আজিজুল ও ছালমা বেগম নামে তিনজন কে গ্রেপ্তার করা হয়েছে।

লাখাই থানা সুত্রে জানা যায়, লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) জালাল আহমেদ বুধবার (২৩ আগষ্ট)  দিবাগত রাতে অভিযান চালিয়ে  রাড়িশাল গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে সফিক মিয়া ও করাব গ্রামের নুর ইসলামের ছেলে আজিজুল কে নারী শিশু নির্যাতন মামলার পলাতক আসামীদের কে গ্রেপ্তার করে এবং একই রাতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় বুল্লা বাজারে সন্দেহ ভাজন আসামী মাধবপুর উপজেলার কাবিলপুর গ্রামের স্বামীমৃত গাজী মিয়ার স্ত্রী ছালমা বেগম প্রকাশ ছালেমা ঘুরাঘুরি করলে বুল্লা বাজারের ব্যবসায়ী পরিচয় দাস ও নিকেশ দাস এর সন্দেহ হলে লাখাই থানায় সংবাদ দিলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ প্রাপ্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিস ফোর্স সহ বুল্লা বাজারে পৌছে আসামীকে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামীদের কে বৃহস্পতিবার (২৪ আগষ্ট)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :