লাখাই সমাজসেবা কার্যালয়ে চলছে উপকারভোগীদের যাচাই বাছাই কার্যক্রম
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; লাখাই উপজেলার সমাজসেবা অধিদপ্তরে উপকারভোগীদের মাঝে চলছে যাচাই-বাছাই এর কার্যক্রম।
রবিবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় লাখাই উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে চলছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে “লাইভ ভেরিফিকেশন ২০২৩”।
সমাজসেবা কার্যালয়ে সুত্রে জানা যায় লাখাই উপজেলার অনেক উপকারভোগীর কার্ড আছে কিন্তু ভাতা পাচ্ছেন না আবার অনেকের ভাতার কার্ড নেই পাচ্ছেন ভাতা। এ সমস্যার সমাধানের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় চলছে এ কার্যক্রম।
ইউনিয়ন সমাজ কর্মী আব্দুল হামিদ জানান এ ধরনের সমস্যা দীর্ঘদিন যাবত চলে আসছিল তাই সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় এ কর্মসূচি অংশ হিসেবে আজ থেকে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীদের সঠিক নির্বাচন করার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
যাচাই বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের আর কোন সমস্যা থাকবে না মর্মে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী আব্দুর রউফ, প্রশিক্ষক সৈয়দ আহমেদ।

