লাখাইয়ে পানি নিষ্কাশনের রাস্থা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে প্রভাবশালীরা, জনদূর্ভোক চরমে
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে পানি নিষ্কাশনের নালা বন্ধ করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেইসাথে জলাবদ্ধতার কারণে জনচলাচলের জন্য অতীব গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী জনসাধারণের মাধ্যমে জানা যায় উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের চিনামোড়া এলাকার পানি নিষ্কাশনের নালা বন্ধ করে দিয়েছে একটি প্রভাবশালী মহল। এতে এলাকাবাসীর চলাচলের রাস্তাটি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে জনসাধারণ। জলাবদ্ধতার কারণে এ এলাকার ফসলী জমি সারাবছর পানির নিচে নিমজ্জিত থাকায় কৃষকদের জমি অনাবাদি হয়ে পরে রয়েছে ।
খোঁজ নিয়ে জানা যায় ৯নম্বর ওয়ার্ডের কৃষক জনতাদের চলাচল ও গরু বাছুরের চলাচলের এই চিনামোড়ার রাস্থাটি বিলুপ্তির পথে। ফলে জনসাধারণের ভোগান্তির শেষ নেই।
এ ব্যাপারে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী জিতু মিয়া ও রফিক মিয়া জানান বৃষ্টির সময় আমাদের মহল্লাবাসীর বৃষ্টির পানি চিনামোড়া এলাকার পূর্ব পাশে মর্তুজ আলী ব্রীজের নিচ দিয়ে পানি নিষ্কাশন হতো। কিন্তু এই পানি নিষ্কাশনের রাস্তা কতিপয় প্রভাবশালী ব্যাক্তি বন্ধ করে দেয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
ভুক্তভোগী মৃত মীর ছুরাপ মিয়ার ছেলে মীর আলম মিয়া জানান আর ২ ফুট পানি বৃদ্ধি পেলে আমার বসত ঘরে পানি ঢুকে পরবে। এর ফলে মহল্লাবাসী পরেছে মহা- বিপাকে।দীর্ঘদিন যাবত জনদূর্ভোগ চলে আসলেও এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।
এ বিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি অবগত নই ।তবে আজ আপনার মাধ্যমে জানতে পারলাম। এটি নিরসনে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী জনসাধারণ।

