বায়তুল মোকাররম মসজিদের সামনে ভাস্কর্যবিরোধী মিছিল; পুলিশের বাধা
ডিবিসি প্রতিবেদক;
জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করা হয়। এতে পুলিশ লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বায়তুল মোকাররম থেকে মিছিলটি পল্টনের দিকে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।
মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ আছে। আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম। হঠাৎ করে একদল হুজুর বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যাচ্ছিলেন। আমরা পল্টনে ব্যরিকেড দিয়েছিলাম। তারা সেটাকে ভেঙ্গে ফেলে। এরপর আমরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছি। কারা এ মিছিলের আয়োজন করেছিল তা জানা যায়নি বলেও তিনি জানান।

