গাইবান্ধায় রাস্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৯ PM, ০১ অগাস্ট ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১দফা দাবী আদায়ে গাইবান্ধাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

আজ বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা জেলার ১নং ট্রাফিক মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা করে রাষ্ট্র সংস্কার আন্দোলন গাইবান্ধা জেলা শাখা।

পথসভায় বক্তারা লুটপাট, দুর্নীতি, অর্থপাচার ও ভোট জালিয়াতির সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের লক্ষে ৭০ সালের নির্বাচনের মতো সংবিধান সংস্কার সভার নির্বাচনের দাবী করেন।

এসময় অধ্যক্ষ ছামিউল আলম রাসু বলেন, এই বিনা ভোটের সরকার সীমাহীন লুটপাটের মধ্য দিয়ে এই দেশটাকে দোজখ বানিয়ে রেখেছে। এ থেকে উত্তরণে শুধু সরকার পরিবর্তনে হবে না। রাষ্ট্র সংস্কারও লাগবে।

গাইবান্ধা জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলন এর অন্যতম সংগঠক মৃণাল কান্তি বর্মন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাষ্ট্র রংস্কার আন্দোলন, গাইবান্ধা জেলার সদস্য, মো: আশিকুজ্জামান, কনক সরকার, আতাউর রহমান, রাষ্ট্র রংস্কার আন্দোলন,রংপুর মহানগরের সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, রাষ্ট্র রংস্কার আন্দোলন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ ছামিউল আলম রাসু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ন্যায়পাল, এড. রায়হান কবীর প্রমুখ।

বক্তব্যে চিনু কবির বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু সরকার আমাদের কথার কোন দাম দিচ্ছে না। আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এনেছি কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। যে সংবিধানের মাধ্যমে এভাবে জনগণের কথার কোনো দাম না দিয়ে সরকারে থাকা যায় সেই সংবিধান পরিবর্তন করতে হবে।’

সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রায়হান কবীর বলেন, আমরা যে রাষ্ট্রের সংস্কার চাই, সেটা পুলিশ ভাইদের জন্যও চাই। আমরা যেমন দ্রব্য মূল্যের অগ্রগতিতে, লুটপাট, অর্থপাচারে ভয়াবহ সংকোটের মধ্যে আছি, আজকে যে পুলিশ ভাইরা আমাদের বাধা দিচ্ছেন, তারা আমাদেরই ভাই, বন্ধু, আত্বীয়। রাষ্ট্রীয় ট্রেনিং এবং পোষাক পরলেই তারা আরেক ভাই, বন্ধুকে গুলি করতেও দ্বিধা করেন না। এর কারণ এই পুলিশ ভাই যে আইনে চলেন, সেটা বৃটিশ উপনিবেশিক আইন। সে আইনে দেশের মানুষের জান, জবান, সম্মানের কোনো অধিকার নাই। রাণীর আজ্ঞা পালনই কেবল রাষ্ট্রীয় সকল বাহিনীর দায়িত্ব। আমরা কোনো রাণীর শাসন চাইনা। আমরা আমাদের অধিকার চাই। এজন্য আমাদের রাষ্ট্রের সংস্কার জরুরি।

বক্তব্যে মৃণাল কান্তি বর্মন বলেন, সরকার পতন ও রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবী। রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশ আর এক পাঁও আগাবেনা। তিনি ১ দফা দাবী আদায়ে গাইবান্ধাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে পথসভা সমাপ্ত করেন।
পরে রাষ্ট্র রংস্কার আন্দোলন এর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

 

আপনার মতামত লিখুন :