লাখাইয়ে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, দেখা দিয়েছে বেড ও জনবল সংকট
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী দেখা দিয়েছে বেড সংকট, অস্বস্তিতে আছে স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তারা।
রবিবার (৩০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যা হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি আছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আরএমও ডাঃ তাজরিন মজুমদারের সাথে আলাপকালে তিনি জানান গত বুধবার থেকে ৫০ শয্যা হাসপাতাল চালু করার পর থেকে দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এতে করে দেখা দিয়েছে বেড সংকট।
তিনি আরো জানান বর্তমানে ৩১ শয্যার আদলে চলছে ৫০ শয্যার হাসপাতাল। ফলে জনবলের অভাবের কারনে রোগীদের কে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম পোহাতে হচ্ছে, তার পরেও আমরা আমাদের সাধ্যানুযায়ী রোগীদের সেবার কাজ করেই যাচ্ছি।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার নুরুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সহ বিভিন্ন সমস্যা রয়েছে, এ ব্যাপারে আমি নিয়মিত খোঁজ খবর নিচ্ছি।
জনবল সংকটের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি জানান, ৫০ শয্যার হাসপাতালটিতে জনবল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি, অচিরেই এর একটা সমাধান হয়ে যাবে বলে আমি আশাবাদী।

