এসএসসি পরিক্ষায় সায়েকা গোল্ডেন এ প্লাস পেয়েছে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১০ AM, ২৯ জুলাই ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

সায়েকা মুরসালাত এসএসসি পরিক্ষায় গড়ে ৯৫ ভাগ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে দি মিলিনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ, রংপুর (ইংলিশ মিডিয়াম) থেকে পরিক্ষায় অংশ নিয়েছিল।

তার বাবা মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান ও মা রহিমা বিনতে আসমা দু’জনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সায়েকার বড় বোন সামিয়াহ্ মুসফিরাত মেডিকেল কলেজে ১ম বর্ষে এবং বড় ভাই মির্জা মোঃ রাকিবুজ্জামান প্রধান সফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে অধ্যায়নরত।

সায়েকা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

আপনার মতামত লিখুন :