লাখাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভেঙ্গে দিয়েছে মক্তব

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৮ PM, ২৫ জুলাই ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাই উপজেলার লখনাউক গ্রামে সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে দিয়েছে মক্তব ঘর।

খোঁজ নিয়ে জানা যায় লাখাই উপজেলার লখনাউক গ্রামে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮ টায় এমদাদুল হক গং’ রা পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মক্তবের ঘরটি ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে লখনাউক গ্রামের কাজল মিয়া ও এমদাদুল হক গং’রা ঔ মক্তব নিয়ে বিরুধ চলছে দীর্ঘদিন যাবত।  এক পক্ষ যায় মক্তব ভেঙ্গে মডজিদ করে আরেক পক্ষ কাজল চায় মক্তব আছে মক্তব থাকবে। এর জের ধরেই এমদাদুল হক গং’ রা মক্তব ঘরটি ভেঙে ফেলেছে। এ ব্যাপারে কাজল মিয়া জানান এই মক্তব ঘর যাতে অপর পক্ষ জোরে বলে দখল কিংবা অন্য কিছু করতে না পারে সে জন্য আমি বাদী হয়ে এমদাদুল হক গংদের বিরুদ্ধে দেওয়ানী আদালতে নিষেধাজ্ঞা দাবীতে মামলা দায়ের করি এবং বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধ অস্থায়ী আদেশ দেন।

এ সংবাদ পেয়ে প্রতিপক্ষরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মক্তব ঘরটি ভাংচুর করে।

এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান এ সংবাদ পাওয়ার পর আমার থানার পুলিশের উপ-পরিদর্শক ( এস আই)  ফারুক খন্দকার একদল পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে এবং উভয় পক্ষ কে যার যার কাগজ পত্র নিয়ে থানায় আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :