গোবিন্দগঞ্জে মরহুম শাহজাহান আলী প্রধানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মরহুম শাহজাহান আলী প্রধানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি আয়োজনে সাঁওতাল পল্লি মাদারপুর শ্যামল, মঙ্গল, রমেশ স্কুল মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেণ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির উপদেষ্টা হাজী নূরুল ইসলাম, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চুন্নু টুডু, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক রাফায়েল হাজদা ও সদস্য হবিবর রহমান প্রমুখ। এর আগে মরহুম শাহজাহান আলীর স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাপ-দাদার ভূমি পুনরুদ্ধারে মুসলমান, আদিবাসী, হিন্দু, খ্রিষ্টান সহ সকল ধর্মের মানুষ যেভাবে একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি নজিরবিহীন আন্দোলন। আজ সকল ধর্মের মানুষ অত্র কমিটির প্রতিষ্ঠাতা মরহুম শাহজাহান আলী স্মরণ সভায় উপস্থিত হয়েছেন এটিও নজিরবিহীন। এভাবে একত্রিত হয়ে ধৈর্যের সাথে আন্দোলন চালিয়ে গেলে একদিন এর প্রতিফলন ঘটবে।

