সংবাদ প্রকাশের পর” লাখাই স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবনে রোগী স্থানান্তর, ডেঙ্গু সনাক্ত ২২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৭ PM, ১৯ জুলাই ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবনে রোগী স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টা সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫০ শয্যা নতুন ভবনে ১৪ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীনের সাথে আলাপকালে তিনি জানান এই স্বাস্থ্য কেন্দ্রের বেড সংকটের সংবাদ প্রকাশে হলে  সেবা নিতে আসা রোগিদের সেবার মান বাড়াতে আমি জরুরী ভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কারন আমাদের কাজই হলো মানুষের সেবা দেয়া।

তিনি আরো বলেন,  যে ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী দিন দিন বাড়ছে হাসপাতালের বেড সংকট দেখা দিতে পারে ।  ডেঙ্গু আক্রান্ত রোগী সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিনিধি কে জানান আজ বুধবার ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২২ জন সহ ২৪ পুরুষ এবং বিভিন্ন রোগে ভর্তি আছে নারী রোগী ১৫ জন গর্ভবতী নারী ২ জন এবং শিশু রোগী ভর্তি আছে ৭ জন।

রোগীর স্বাস্থ্য সেবা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে জনবলের অভাবের কারনে সেবা নিতে আসা রোগিদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম পোহাতে হচ্ছে তবে জনবল বৃদ্ধির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চাহিদা পাঠিয়েছি।

৫০ শয্যা হাসপাতাল কখন চালু হবে জানতে চাইলে তিনি জানান অচিরেই চালু করা হবে।
তিনি আরো বলেন এই ৫০ শয্যা হাসপাতাল চালু হলে লাখাই উপজেলার সেবা নিতে আসা রোগিদের ভোগান্তি অনেকটা লাগব হবে বলে আমি আশাবাদী।

আপনার মতামত লিখুন :