গাইবান্ধায় বিদেশি মদসহ গ্রেফতার ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৭ PM, ১৭ জুলাই ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদক কেনাবেচার সময় ২২ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় কাউছার ইসলাম ডন (২৩) ও মশিউর রহমান (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যা¤েপর ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেফতার কাউছার ইসলাম ডন গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও মশিউর রহমান একই গ্রামের হাফিজার রহমান শুক্কুর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যা¤েপর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় বিদেশি মদ কেনাবেচায় ডন ও মশিউরকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বিদেশি ২২ বোতল মদ জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবরিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারী চক্রের সঙ্গে স¤পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবরিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ডন ও মশিউরেকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :