লাখাইয়ে সরকারী রাস্থা থেকে মাটি তুলতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত- ৩
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে সরকারী রাস্থা থেকে মাটি তুলতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ জন।
খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৯ নং ওয়ার্ডে আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হলেন মৃত আজিদ উদ্দীনের মহিউদ্দিন (৩২) তার স্ত্রী সুলতানা বেগম (২২) ও মৃত ইদন আলীর ছেলে আব্দুল কাইয়ুম।
এলাকাবাসী সুত্রে জানা যায় শনিবার সকালের দিকে একই গ্রামের আলী আকবর ও তার লোকজন নিয়ে তার বাড়ীর সংলগ্ন উত্তরে সরকারী রাস্থা থেকে মাটি তুলতে দেখে আহতরা মৌখিক বাধা দিলে এক পর্যায়ে আলী আকবর গংরা আহতদের উপর আক্রমন চালায় এতে ৩জন আহত হয়।
ঘটনার পর আহতদের স্বজনরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আহতদের চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। আহতরা এখনও হাসপাতালে ভর্তি থাকিয়া চিকিৎসাধীন আছে।

