লাখাইয়ে কালাউক বাজারে সড়কের গাইড ওয়াল ধ্বসে মরণফাঁদে পরিণত
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারে আঞ্চলিক মহাসড়কের গাইডওয়াল ধ্বসে মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিগত কয়েকদিন লাগাতার বৃষ্টির কারনে এবং গাইডওয়ালের ঘোরায় মাটি না থাকায় ড্রেনের গাইড ওয়াল ধ্বসে পরছে, ফলে দেখা দিয়েছে মরণফাঁদে। বাজারে আগত ক্রেতা বিক্রেতারা পরেছে বিপাকে। যে কোন সময় দূর্ঘটনা ঘটে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের মোজাহার কনস্ট্রাকশনের সাইড ইন্জিনিয়ার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান সড়ক বিভাগ কে এখনও সড়ক হস্তান্তর করা হয়নি সেহেতু হস্তান্তরের পূর্ব পর্যন্ত সড়কে যদি কোন প্রকার সমস্যা দেখা দেয় তা হলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্কার করে দিতে বাধ্য।
কালাউক বাজারের সমস্যার কথা বললে তিনি জানান যদি এমন হয়ে থাকে আমরা করে দিব। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সলের সাথে যোগাযোগ করলে তিনি জানান কালাউক বাজারের গাইড ওয়ালের সমস্যার সমাধান করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় কালাউক বাজার কমিটি ও ব্যবসায়ীর দাবী জানিয়ে বলেন জরুরী ভাবে সমস্যার সমাধান করা না হলে যে কোন সময় যে কোন অঘটন ঘটে প্রাণহানি ঘটনাও ঘটতে পারে।

