হবিগঞ্জের বাহুবলে উন্নয়ন কাজের ২৪লক্ষাধিক টাকা ফেরত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ PM, ০৫ জুলাই ২০২৩

Spread the love
স্টাফ রিপোর্টার;
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের পুকুর ঘাটলা, আভ্যন্তরীন আর সি সি রোড, বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মিনারে ওয়াকওয়ে মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থার জন্য সরকার কর্তৃক বরাদ্দের ২৪ লক্ষ টাকা ফেরত গেল।
অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের পুকুর ঘাটলা গুলো সত্তরের দশকে নির্মিত। আশির দশকে এসে ঘাটলা গুলো ভেঙ্গে যায়। ফলে গোসল করতে আসা লোকজনরা আতংকে থাকেন। সময়ে সময়ে উপজেলা প্রশাসন মেরামতের চেষ্টা করলেও অর্থ বরাদ্দ না থাকায় সম্ভব হয়ে উঠেনি।
সম্প্রতি উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় স্হানীয় সরকার মন্ত্রণালয় থেকে পুকুর ঘাটলা, অভ্যন্তরীন আরসিসি রোড, বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মিনারের ওয়াকওয়ে মেরামত বাবত ২৪ লক্ষ ১০হাজার ৯৬৮/-টাকা বরাদ্দ দেয়া হয়।
গত ২৮মে বরাদ্দপত্রটি উপজেলা পরিষদের হস্তগত হলেও উপজেলা নির্বাহী অফিসার তখন অফিসিয়াল ছুটিতে ছিলেন।ফলে, ৫জুন বরাদ্দ পত্রটি উপজেলা নির্বাহী অফিসারের হস্তগত হয়। উপজেলা এলজিইডি অফিস থেকে যথারীতি ফাইল উপজেলা চেয়ারম্যানের দফতরে গেলে টেন্ডার জটিলতার অজুহাতে এর গতি থেমে যায়।
এব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা জানান, উল্লেখিত বরাদ্দের মঞ্জুরীপত্র গত ২৮মে বাহুবল উপজেলা পরিষদ গ্রহন করে। কাজের সমাপ্তির সময় ছিল জুন মাস। এই অল্পসময়ের মধ্যে টেন্ডার দিয়ে কাজ সমাপ্তি কঠিন ছিল। RFQ এর মাধ্যমে টেন্ডার দিয়ে কাজ সমাপ্তি করা সম্ভব ছিল। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে ফাইল পাঠানো হলে যথাসময়ে ফেরত আসেনি। ফলে বরাদ্দ কৃত অর্থ সংশ্লিষ্ট দপ্তরে ফেরত চলে যায়।
এ ব্যাপারে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান, এসংক্রান্ত বরাদ্দের কোন খবর আমার জানা নেই।

আপনার মতামত লিখুন :