হবিগঞ্জে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আজিজুল হক সানু, হবিগঞ্জ থেকে;
হবিগঞ্জে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে ৫টা এপর্যন্ত হবিগঞ্জ সুর বিতান হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান ফরিদ খান।
এছাড়া কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী এ আর মামুন,ডাঃ মোঃ আবু তাহের, অধ্যক্ষ ও সাংবাদিক জালাল উদ্দিন রুমি, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল কাদির কাজল,সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রমুখ।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

