পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
পলাশবাড়ী প্রতিনিধি;
পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ আশরুজ্জামান (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) দুপুর রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের বাঁশকাটা নামকস্থানে আলম এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আশরাফুজ্জামানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আশরুজ্জামান লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামের আজহার আলী রাজা মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বলেন, এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

