সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৮ PM, ১৯ জুন ২০২৩

Spread the love
পলাশবাড়ী প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে ১৯ জুন সোমবার সকাল ১০টায় স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে
ও সিরাজুল ইসলাম শেখ এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক দুদু, নরুল ইসলাম, সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিলন মন্ডল, রবিউল ইসলাম, শাহারুল ইসলাম, আমিরুল ইসলাম কবিরসহ অন্যান্যরা।
বক্তারা, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান।

আপনার মতামত লিখুন :