পলাশবাড়ী পৌর নির্বাচন; চলছে ব্যাপক প্রচার-প্রচারণা
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পলাশবাড়ী পৌরসভা নির্বাচন। প্রথম বারের মত পৌর নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ফলে অতীতের যেকোন সময়ের তুলনায় এবার ভোটারদের উপস্থিতি হবে ৮৫ শতাংশ এমনটাই দাবি করেন মেয়র, সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিল প্রার্থীসহ সাধারণ ভোটাররা। যা বর্তমান সময়ে নিঃসন্দেহে একটি ভালো দিক।
কারণ ১৮ বছর পর স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারছেন জনগণ। এছাড়াও প্রার্থীর সংখ্যাও বেশি। প্রার্থীরাই নিজ নিজ উদ্যোগে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন বলে ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
তবে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার ফলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে। তবে এটি একটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশন, তাদের দাবী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য হবে।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, আগামী ৭ ও ৮ ডিসেম্বর স্ব-স্ব ভোট কেন্দ্রে ইভিএম এ ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে ভোটারদের প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপি করার কোন সুযোগ নেই।
তিনি আরও জানান, ২৪টি গ্রামের ৯টি ওয়ার্ডের ১৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩১ হাজার ৬শ ২ জন। এরমধ্যে নারী ভোটার ১৬ হাজার ২শ ৬৮ ও পুরুষ ১৫ হাজার ৩শ ৩৪ জন। মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থী ২২ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১০ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে পলাশবাড়ী পৌরসভার নির্বাচন ঘিরে পৌর এলাকা সেজেছে নতুন সাজে। যেন কোন কমতি নেই তাতে। বহু আলোচনা-সমালোচনার পর নতুন সাজে সেজেছে পলাশবাড়ী পৌর শহর। নানা মার্কায় ছেঁয়ে আছে পুরো এলাকা। জানিয়ে দিচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই জনগণ বেচে নিতে চলেছে পলাশবাড়ী পৌর পিতাকে। যা শুধু দীর্ঘ সাধনাই নয় বহু আন্দোলনের ফসলও বটে। আগামী ১০ ডিসেম্বরের অপেক্ষায় ভোটার এবং প্রার্থীগণ। দেখার অপেক্ষায় কে বসতে যাচ্ছে সেই পৌর পিতার আসনে। প্রতিদিন দুপুর ০২ টা থেকে রাত ০৮টা পর্যন্ত নানা গানে,নানা তালে, নানা ছন্দে মুখরিত করে রেখেছে গোটা পৌর শহরকে। দৌড় ছুটের কমতি নেই কোন প্রার্থীর। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। দিন রাত প্রার্থী এবং তার কর্মী বাহিনী ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মাঝে প্রার্থীর, নানা দোষ, গুণ নিয়ে চায়ের দোকানে চলছে বিচার বিশ্লেষণ। চলছে নিজের পছন্দনীয় প্রার্থীর উন্নয়নমুখী গুনের বাহার। এ যেন এক আনন্দঘন মহুত চলছে দীর্ঘদিন পর পলাশবাড়ী পৌরবাসীর জন্য। তবে শান্তিপ্রিয় পলাশবাড়ীবাসী একটি উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচন দেখতে অধীর আগ্রহে বসে আছে ।

