বাহুবলে কিশোরী ধর্ষণকালে আটক যুবককে ছাড়িয়ে নিয়েছে প্রভাবশালীরা
আজিজুল হক সানু,হবিগঞ্জ থেকে;
হবিগঞ্জের বাহুবলে জোরপূর্বক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুদাহরপুর গ্রামে।
এ ঘটনায় ধর্ষিতা কিশোরী কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের নেজার উদ্দিন একজন দিনমজুর। পারিবারিক অভাব গোছাতে তার মেয়ে (১৬) গত ২ বছর আগে সৌদিআরব থেকে দেশে আসে।
এমতাবস্থায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মুদাহরপুর গ্রামের বজলু মিয়ার পুত্র আমির হোসেন নেজার উদ্দিনের ঘরে কৌশলে প্রবেশ করে কিশোরীকে (১৬) জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে লম্পট আমির হোসেনকে আটক করা হলেও প্রভাবশালী আমিরের পিতা সহ তার লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন নির্যাতিত কিশোরীর মা মালেকা খাতুন।
ধর্ষিতা কিশোরী তার বক্তব্যে জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।
