লাখাইয়ে নানা আয়েজনে পালিত বঙ্গবন্ধুর ৫০ তম “জুলিও কুরি” পদকের আলোচনা সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৫ PM, ২৮ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর “জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির সুবর্ণজয়ন্তী। সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‍্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় লাখাই উপজেলা পরিষদের সভাকক্ষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও লাখাই উপজেলা পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান,বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়,  ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার ফারুক, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাবের ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ। সভায় আরো উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা রূপালী পাল, ডাক্তার অপর্না দাস,

লাখাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হারিছ মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র / ছাত্রী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রধান শিক্ষক আক্তার ফারুক ও গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়।

পরিশেষ বিজয়ী  চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ছাত্র /ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরিশেষে সভার সভাপতি নাহিদ সুলতানা সভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :