বাহুবলে সুজিত দেবের লেখনিতে উত্তপ্ত পরিবেশ এখন শান্ত
আজিজুল হক সানু, হবিগঞ্জ থেকে;
সুজিত দেব রায় রচিত প্রকাশিত “হিজাব রাঙা কন্যা” বইয়ে বোরকা নিয়ে কটাক্ষ করার ঘটনায় উত্তপ্ত পরিবেশ শান্ত হয়েছে।
লেখকের ক্ষমা প্রার্থনা ও বিশিষ্টজনের হস্তক্ষেপে দেশবাসীর পক্ষে বিষয়টি বাহুবলে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। আজ বাহুবল কাসিমুল উলুম কওমী মাদরাসার একটি কক্ষে অনুষ্টিত বৈঠকে মীমাংসা করা হয়।
জানা যায়,ওই লেখকের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর বাজারে। ইদানীংকালে,সুজিত দেব রায় “হিজাব রাঙা কন্যা” নামে একটি বইয়ে পবিত্র ধর্ম ইসলাম নিয়ে কথা তথা পর্দা নিয়ে কটাক্ক নিয়ে আলেম-উলামা সহ সাধারণ মুসলমানেরা ফুঁসে উঠেন। এ ঘটনাটির প্রতিবাদের ঝড় উঠে।
অবেশেষ,আজ শুক্রবার,বিকেল ৪টার দিকে জামিয়া কাসিমুল উলুম বাহুবল অফিস কক্ষে খাদিমুল কুরআন পরিষদ বাহুবলের বিশেষ কমিটি ও সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সমন্বয়ে এক বৈঠক অনুষ্টিত হয়।
বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্টিত বৈঠকে উপস্থিত ছিলেন,বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল্লাহ, বাহুবল কাসিমুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি, হাফেজ আঃ নুর রশিদপুর বাজার কমিটির সভাপতি মোঃ হারুন আল রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক নিরঞ্জন সাহা নিরু।
সভায় সুজিত দেব রায়কে দেশবাসীর পক্ষে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে উত্তপ্ত পরিবেশ শান্ত হয়।

