বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে রোববার (২৯ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, সহ-সভাপতি মো. ছায়েম মিয়া, সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, যুগ্ম সম্পাদক রুবেল পালোয়ান ও আজিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাইম মোড়ল, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিতোষ চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুল্লাহ, পৌর ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আমজাদ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবকমিটির নেতৃবৃন্দরা কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

