লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৪ PM, ১৭ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ;

হবিগঞ্জের লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুর বেলা স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মোঃ  মোশাররফ হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এর প্রতিনিধি উপপরিদর্শক (এস,আই) মৃদুল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, উপজেলার ক্রীড়া সংস্থার সম্পাদক ফজলে এলাহি ফরহাদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমখ।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান,

সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউ/ পি সদস্য, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ ১১০ জনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :