পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১২ AM, ২৯ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

শনিবার (২৯ নভেম্বর) মোট ৭১টি ভোটের সমন্বয়ে গোপন ব্যালটের মাধ্যমে রবিউল ইসলাম পাতা সভাপতি (দৈনিক ইত্তেফাক), সিরাজুল ইসলাম রতন সাধারণ সম্পাদক (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন (দৈনিক ভোরের চেতনা) নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে এনামুল হক মকবুল, ফেরদৌস মিয়া, ছাইদুর রহমান প্রধান, মশফিকুর রহমান মিল্টন, নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান মাসুদ, সিরাজুল ইসলাম শেখ, আশরাফুজ্জামান সরকার, নুর মোহাব্বত। সহ-সাংগঠনিক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ মান্নান শেখ রানা, সাহিত্য সম্পাদক বিদুষ সরকার, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহীন নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় সমাজসেবা সম্পাদক পদে সোহেল রানা ও আইন বিষয়ক সম্পাদক পদে আবেদুর রহমান সবুজ। নির্বাচন চলাকালীন সময়ে স্থানীয় নেতৃবৃন্দ ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :