কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন; সভাপতি সিজু সম্পাদক ফরহাদ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৩ PM, ২৮ নভেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মো. রফিকুল ইসলাম সিজুকে সভাপতি ও কাজী ফরহাদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে কালীগঞ্জ উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজুর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মো. ছায়েম মিয়ার পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু ও সাধারণ সম্পাদক কাজী ফরহাদসহ ৬ জনের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মো. ছায়েম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল পালোয়ান ও আজিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাইম মোড়লের নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :