লাখাইয়ে আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২০ PM, ১১ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ধান চাল সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

 বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১ ঘটিকার সময় লাখাই খাদ্য গোদামের সামনে স্থানীয় কৃষকদের কাছ থেকে সরকারী খাদ্য গোদামে ধান চাল সংগ্রহের জন্য নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
 ধান চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলে লাখাই উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর,  লাখাই উপজেলা খাদ্য গোদামের ওসিএলএসডি কামনা দাশ।
এ ছাড়া আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলার একমাত্র সাদিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারীরা মোঃ আলমগীর তালুকদার, লাখাই প্রেসক্লাব সেক্রেটারি আশীষ দাশ গুপ্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সরকারী খাদ্য গোদামে ধান চাল প্রদানকারীগন।
এ বছর লাখাই উপজেলায় ৬শত ৭ মেট্রিক টন ধান ও ২হাজার ৩শত ৫৬ মেট্রিক টন চাল সংগ্রহ করার  জন্য নির্ধারণ করা হয়ে।
লাখাই খাদ্য গোদামের ওসি এলএসডি কামনা দাশ জানান এ বছর অনলাইন আবেদনের  প্রেক্ষিতে ও অনলাইনের আবেদন যাচাই বাচাই করা হবে অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনের আবেদনের লটারি নির্বাচিত ব্যক্তিরাই ধান চাল খাদ্য গোদামে দেয়ার এখতিয়ার ভুক্ত হবেন।

আপনার মতামত লিখুন :