লাখাইয়ে পুলিশ এ্যাসল্ট মামলায় গ্রেপ্তার ২
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী মোঃ মহিউদ্দিন ও শাহিনুর নামে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানা সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, লাখাই থানার এস আই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সোমবার( ৮ ই মে) দিবাগত রাতে লক্ষীপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মৃত আবু শুক্কুর মিয়ার ছেলে মোঃ মহিউদ্দিন (৩৫) ও মোঃ সুরুক মিয়ার ছেলে মোঃ শাহিনুর মিয়া (২৭) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাকৃত আসামীদেরকে মঙ্গলবার (৯ ই মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও/সি) মোহাম্মদ নুনু মিয়া।

