গাইবান্ধায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৫ PM, ০৭ মে ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দুঃস্থ ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিবন্ধি ভুট্টু রবিদাসকে হুইল চেয়ার প্রদান হয়।

রোববার (৭ মে) বিকেল ৩টায় শহরের পুরাতন টিএন্ডটি চত্বরে প্রতিবন্ধি ভুট্টু রবিদাসকে হুইল দেয়া হয়। ভুট্টু রবিদাসের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ফলিয়া গ্রামে।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. পিয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়াসিকার ইকবাল মাজু।

গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রমোতোষ সাহা, সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, দপ্তর সম্পাদক শেখ সর্দার ও শহিদুল হক বিপুল প্রমুখ।

আপনার মতামত লিখুন :