গোবিন্দগঞ্জে ৯০ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯০ পিস ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামারের কাটামোড়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করেছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে বাসের যাত্রীর ব্যাগ থেকে ৬৮ পিস ফেনসিডিল উদ্ধার সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর সদর থানার ডাইনুর এলাকার বাসিন্দা হাসান আলীর ছেলে লিটন মিয়া (১৮) ও পূর্ব বালুয়াডাংগা এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে হৃদয় (১৯)।
এদিকে, ওইদিন একইস্থানে হানিফ পরিবহনের আরেকটি বাসে তল্লাশি চালিয়ে ২২ পিস ফেনসিডিল সহ দিনাজপুরের বিরামপুর থানার চাকুল এলাকার ময়নুল ইসলামের ছেলে সাব্বির হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য প্রায় ৬৩ হাজার টাকা।

