লাখাইয়ে ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার গুলি ফেরৎ আসায় কৃষকের স্বস্তির নিশ্বাস

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৪ PM, ০৬ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে কম্বাইন্ড হার্ভেস্টার ও শ্রমিক সংকট মর্মে সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলার ৫২ টি কম্বাইন্ড হার্ভেস্টার গুলি পূনরায় উপজেলায় প্রবেশ করার ফলে কৃষকের স্বস্তির নিশ্বাস ফেলছে। ফলে বোরোধান কাটা এখন আর কোন প্রকার সমস্যা না হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি লাখাই উপজেলায় এ মাসের ৩ তারিখ যোগদান করেছি মাত্র। তাই এসব বিষয়ে আমার সঠিক ধারনা নেই।

তিনি আরো বলেন, আমার দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার এ সম্পর্কে ভাল জানে, আমি উনার কাছ থেকে জেনে আপনাকে বলতে পারব।

এ ব্যপারে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাকিল খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, লাখাই উপজেলায় ৫২ টি কম্বাইন্ড হার্ভেস্টারের মধ্যে কয়েকটি ছাড়া সবকয়টি ফেরত এসেছে এবং যে কয়টি এখনও আসেনি সেই কম্বাইন্ড হার্ভেস্টার গুলি জরুরী ভিওিতে ফেরত আনতে আমরা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনকে দিয়ে খোঁজ খবর নিয়ে সেইগুলি ফেরত আনার ব্যবস্তা নিয়েছি।

তিনি আরো জানান, আমরা আশাবাদী লাখাই উপজেলার বোরোধান কাটায় কৃষকের কোন প্রকার সমস্যা হবে না বলে আমি আশাবাদী।

আপনার মতামত লিখুন :