হবিগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন মে দিবসে আলোচনা সভা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির মে দিবসের আলোচনা সভা অনুস্টিত হয়েছে।
সোমবার (১লা মে) হবিগঞ্জ কোর্ট ষ্টেশন গোল চত্বর চাষী মার্কেট সংলগ্ন মাঠে আলহাজ্ব মুফতি বশির আহমেদ এর সভাপতিত্বে ও ইসলামী শ্রমিক আন্দোলন জেলা কমিটির সাধারণত সম্পাদক মাওঃ শেখ শামছুল আলম ওমরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে জেলা সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল মোছাব্বির রনু।
আরো বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের জেলা কমিটির সহ-সভাপতি মুফতি সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ হুমায়ুন কবির, প্রচার ও দাওয়া’হ সম্পাদক আলহাজ্ব এম এ ওয়াহেদ, প্রশিক্ষন সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন,সহকারী সম্পাদক মাওঃ যোবায়ের আহম্মদ, ইসলামী আন্দোলন লাখাই উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ মুযযাম্মিল হক, শ্রমিক আন্দোলন লাখাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলী, বানিয়াচং উপজেলার সভাপতি মেম্বার মোঃ সিরু উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলার সভাপতি মোঃ জাহির মিয়া, আলমগীর হোসেন ও আব্দুল কাইয়ুম সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। পরিশেষে সভাপতি আলহাজ্ব মুফতি বশির আহমেদএর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।

