পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
পলাশবাড়ী প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়িতে নাশকতা মামলার পলাতক আসামি পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম।
সোমবার (১ মে) দুপুরে পুলিশ গোপন সংবাদ পেয়ে
পলাশবাড়ি পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা।
তিনি বলেন, তাজুল ইসলাম নাশকতা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে পলাশবাড়ি থানাসহ বিভিন্নস্থানে একাধিক মামলা রয়েছে। সে পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন।

