যাত্রীবাহি বাসের সুপার ভাইজারের কাছে মিলল ৬ কেজি গাঁজা 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৭ AM, ৩০ এপ্রিল ২০২৩

Spread the love
গাইবান্ধা প্রতিনিধি
৬ কেজি গাঁজাসহ লিটন খাঁ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শিবগঞ্জ উপজেলার নগরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন খাঁ কেরানীগঞ্জ থানার লাখিরচর গ্রামের স্বপন খাঁর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নগরকান্দি হাতিবান্ধা নামকস্থানে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিলেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ছেলে আসা ঢাকাগামী এভারেস্ট (ঢাকা-মেট্রাে-ব-১১-৮৯৭৪) নামে একটি পরিবহনে তল্লাশি চালিয়ে লিটন খাঁ নামে ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি ওই বাসের সুপার ভাইজার ছিলেন। তার ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত গাঁজা জব্দ জব্দ তালিকা করে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :