লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক আসামী সহ গ্রেপ্তার ৩
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক সহ নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার ৩ জন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মোঃ রাসেল মিয়া, মোঃ ইমাম হোসেন ও মোঃ জজ মিয়া।
লাখাই থানার সুত্রে জানা, রবিবার (২৩ এপ্রিল) ২৩ ইং দিবাগত রাতে এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মানপুর গ্রামের মোঃ নাজির মিয়ার ছেলে পলাতক আসামী মোঃ রাসেল মিয়া ও এস আই মিজানুল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী লক্ষীপুর গ্রামের মৃত মোঃ সোয়াব আলীর ছেলে মোঃ জজ মিয়া (৭১) ও মোঃ জজ মিয়ার ছেলে মোঃ ইমাম হোসেন (২৩) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে সোমবার(২৪ এপ্রিল) ২৩ ইং হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

