বাহুবলে মিফতাহুল জান্নাত মডেল মাদ্রাসার ক্বিরাত প্রশিক্ষণ সম্পন্ন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৬ PM, ১৯ এপ্রিল ২০২৩

Spread the love
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদদাতা; হবিগঞ্জের বাহুবল উপজেলার গোশাইবাজারে অবস্থিত ‘মিফতাহুল জান্নাত মডেল মাদ্রাসায়’ক্বিরাত প্রশিক্ষণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
আজ বুধবার ১৯ এপ্রিল ২০২৩ইং, ২৭শে  রমজান মাদ্রাসার হল রুমে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির  সভাপতি,ওয়ান ব্যাংক সিলেট শাখার রিলেশনশিপ ম্যানেজার এম এ আজীজ’র সভাপতিত্বে এবং মাদ্রাসা’র প্রধানশিক্ষক মাওলানা আহমদ আলী, হাফেজ হারুনে’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সদস্য নুর মিয়া,সাংগঠনিক সম্পাদক আঃ শহীদ,বিশিষ্ট মুরব্বি তাহির মিয়া, এছাড়া ও উপস্থিত ছিলেন  মাওলানা আজীম উদ্দিন প্রমুখ।
সিয়াম সাধনার এই পবিত্র রমজান মাসে এই মাদ্রাসায় প্রথম বারের মতো ক্বিরাত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রথম হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিত ছিলো রেকর্ড হারে। বসায়  জায়গার সংকলন,মাত্র একটি রুম ছাড়া মাদ্রাসায় ২য় কোন রুম, ভবন অথবা খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের নানা সমস্যা ফেইস করতে হয়।
মাদ্রাসার সভাপতি এম এ আজীজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সমস্যা দেখে,তিনি দুঃক্ষ প্রকাশ করে উপস্থিত কমিটির নেতৃবৃন্দ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য এক বক্তৃতায় বলেন,মাদ্রাসায় জায়গা আমরা খুজতেছি, ছাত্র-ছাত্রীদের সমস্যা আমার মাথায় আছে,খুব শিগগিরই আমি কথা দিলাম নতুন জায়গা,নতুন ভবনের ব্যবস্থা সকলের সহযোগিতায় হবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি বলেন,এলাকার সর্বসাধারণ,দেশ বিদেশের সকলের আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়াবে।
এছাড়া মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা আহমদ আলীর প্রশংসা করে তিনি জানান,হুজুর খুব আন্তরিক,মাদ্রাসার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তিনি প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রতিবেদক এম এ আজীজ’র মাদ্রাসায় সার্বিক পরিস্থিতি জানতে চাইলে তিনি জানান, মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালোই চলছে, আমার পরিচিত অনেক দাতা সদস্য আছে উনারা সহযোগিতা করে যাচ্ছেন। এলাকার ও অনেক দাতা সদস্য রয়েছে তাঁরা ও খুব আন্তরিক। মাদ্রাসার উন্নয়ন সব সময় খুজখবর রাখেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যৌথ একটা ব্যাংক একাউন্ট প্রয়োজন। তিনি জানান,দাতা সদস্যরা নির্ভয়ে মাদ্রাসায় যার যার সাধ্যমতো সহযোগিতা করতে পারবে, আমরা যদি মাদ্রাসার নামে একাউন্ট করে ফেলি। ইনশাআল্লাহ শিগগিরই করে ফেলবো।
বক্তৃতা শেষে  ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :