লাখাইয়ে দিনব্যাপী কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে ২০২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক / কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় লাখাই উপজেলার ৬ টি ইউনিয়ন এর বিভিন্ন কৃষক দলের ৬০ জন কৃষক / কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

