ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মোটর মালিক-শ্রমিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৮ PM, ০৮ এপ্রিল ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার:

ঈদ উপলক্ষে সড়কে নির্বিঘ্ন চলাচলের লক্ষে মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ প্রশাসন।

শনিবার (৮ এপ্রিল) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের আয়োজনে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান ও সহকারী পুলিশ সুপার শুভ্র দেব। এসময় গোবিন্দগঞ্জের সকল বাস-ট্রাক মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উদয় কুমার সাহা ঈদ যাত্রা নির্বিচ্ছিন্ন করতে মহাসড়কে যানজট নিরসনে সকলকের সহযোগিতা কামনা করেন। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসগুলোকে যত্রতত্র পার্কিং বা যাত্রী উঠা-নামায় সতর্ক হতে হবে। ছোট ছোট যানবাহনগুলোকে যথাসম্ভব মহাসড়ক এড়িয়ে চলা, সর্বোপরি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকার আহবান জানান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশের টি.আই আমিনুল ইসলাম, টিআই সাজ্জাদ হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, সিএনজি মালিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম টুকু, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাইম, সাধারণ সম্পাদক আবদুল মালেক শাহীন ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রধান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিএনজি-টেম্পু চালক সমিতির সভাপতি রবিউল ইসলাম।

আপনার মতামত লিখুন :