৪০ লাখ টাকার মাল্টিপারপাস শেড এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫২ PM, ০৮ এপ্রিল ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ঐতিহ্য বাহী বুল্লা বাজারে নির্মিত মাল্টিপারপাস শেড ১৬ বছরেও চালু হয়নি।

সরকার হাটবাজার উন্নয়ন প্রকল্পের ৪০ লাখ টাকার নির্মাণ করা শেড গুলো এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

বিগত ২০০৭ সালে শেড গুলো নির্মাণ ব্যয়ের ১০ শতাংশ টাকা ১৮ জন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট থেকে নেয়া হয়। কিন্তু তারা অগ্রাধীকার ভিত্তিতে এখানে দোকান পাওয়ার কথা কিন্তু ব্যবসায়ীরা সেই দোকান এখনও বুঝে পায়নি ১৬ বছরেও।

সরেজমিনে দেখা গেছে, দুইটি শেডের চার পাশে ও ভিতরে ময়লার ভাগার ও আবর্জনার স্তুপ।আবার কেউ কেউ রেখেছেন পাটের বান্ডিল।
শেডের ভিতরে রয়েছে অনেক গুলো গর্ত।  ১৬ বছর অব্যবহারিত থাকায় স্থাপনার চালও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজারের কয়েকজন দোকানি জানান ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা সহ সরকারের ৪০ লাখ টাকায় শেড গুলো নির্মাণ হলেও তা চালু করা হয়নি এখনও। এতে এক দিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সাথে মুঠো ফোনে  যোগাযোগ করলে তিনি জানান, এসব কথা ফোনে বলা যাবে না আপনি অফিসে আসেন।

আপনার মতামত লিখুন :