লাখাইয়ে পুলিশের অভিযানে সন্দেহভাজন ৩ জন আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৬ PM, ০৭ এপ্রিল ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের রাত্রিকালিন রনপাহারায় সন্দেহভাজন ৩ আসামীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন করাব গ্রামের মোঃ হায়দর চৌধুরী, আহাম্মদ আলী ও মনতৈল গ্রামের জানে আলম কে আটক করে থানায় নিয়ে আসে।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (৬ এপ্রিল)  দিবাগত রাতে লাখাই থানার এ এস আই সাদেকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ রাত্রকালিন রনপাহারারতাবস্থায় রাত ১টার সময় বুল্লা বাজারের দক্ষিণে সিংহগ্রাম আব্দুল কাদিরের মুদিমালের দোকানের সামনে আটককৃত আসামীরা সন্দেহজনক ঘুরসঘুরি করলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারায় সন্দেহ ভাজন হিসেবে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আসামীরা হলো করাব গ্রামের মহি উদ্দিন চৌধুরীর (সাবেক মেম্বার জিতু মিয়া)র ছেলে মোঃ হায়দর চৌধুরী (১৯) আছাব আলীর ছেলে আহাম্মদ আলী(২০) ও মনতৈল গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ জানে আলম (২৩) আটককৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও/সি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :