লাখাইয়ে বড়াই খাল আশ্রয়ন পরিবার ও আমীন মিয়ার সাথে বিরোধ নিষ্পত্তি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের বড়াই খাল আশ্রয়নের পরিবারদের সাথে ওই এলাকার মোঃ আমীন মিয়া বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় মোড়াকরি বড়াই খাল আশ্রয়নের পরিবারদের সাথে মোঃ আমীন মিয়ার বিরোধের প্রেক্ষীতে সোমবার ( ৩ এপ্রিল) দুপুরে বামৈ ইউনিয়নের তহশিলদার কে সঙ্গে নিয়ে মোড়াকরি বড়াই খাল আশ্রয়নের পরিবারদের সাথে ঔ এলাকার মোঃ আমীন মিয়ার বিরোধের বিষয় নিয়ে এক বৈঠক বসে এবং বৈঠকে উভয় পক্ষের মাঝে যে বিরোধ ছিল তা উপস্থিত লোকজন কে সাথে নিয়ে উভয় পক্ষের বিরোধ মিমাংসা করে দিয়েছেন। এতে আশ্রয়ন পরিবারের লোক জন সহ সবাই খুশি হয়ে নির্বাহী কর্মকর্তা নাহিদা (ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উভয় পক্ষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নৈতিক দায়ীত্ব হলো আশ্রয়ন পরিবারদের শান্তিপূর্ণ ভাবে বসবাসের নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তা খোঁজ খবর রাখা।

