চুনারুঘাটে ইসলামী ব্যাংক শাখার ইফতার ও দোয়া মাহফিল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের চুনারুঘাট ইসলামী ব্যাংক লিমিটেড শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০মার্চ বৃহস্পতিবার চুনারুঘাট শাখা কার্য্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক চুনারুঘাট শাখা ব্যবস্হাপক আবু শাদত মওদুদ আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার অপারেশন মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় ইসতার পূর্বমহুর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, শানখলা ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যান সমিতি ব্যকস্ সভাপতি আব্দুস সালাম তালুকদার, সেক্রেটারি এডভোকেট নাজমুল ইসলাম বকুল, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, মাস্টার আবুল ফজল আইটিভি প্রতিনিধি মোঃ মাসুদ আলম, তোফাজ্জল হোসেন, সাজ্জাদুল ইসলাম তালুকদার রবিনসহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল্লাহ বলেন ইসলামী ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে এদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষকে সুদ মুক্ত ব্যাংকিং লেনদেন প্রতিষ্ঠা করেছে। জীবনের সকল ক্ষেত্রেই ইসলামী আইন কানুন মেনে চলা সকল মুসলমানদের ইমানী দায়িত্ব। সকল বক্তাগন ইসলামী ব্যাংকের ভূয়সী প্রশংসা করে বলেন ইসলাম শান্তির ধর্ম।
ইসলামী ব্যাংক মানুষের ব্যাংকিং জগতের একটি আস্হা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। ৪০ বছরে ইসলামী ব্যাংকের শুভ পদার্পন অগ্রযাত্রা এগিয়ে যাক বহু দূর এমন শুভ প্রত্যাশা ব্যক্ত করেন।

