জোরপূর্বক কৃষকের আবাদী জমি থেকে মাটি কাটার অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪০ AM, ২৭ মার্চ ২০২৩

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোরপূর্বক কৃষকের আবাদী জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগি কৃষক।

অভিযোগে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা আবু খায়ের মোহাঃ উমর রাজ্জাক মণ্ডল (মিলন) গোপিনাথপুর মৌজার জেএল নং-১৫৪, খতিয়ান নং-৫৯, সাবেক দাগ নং-৬৩৫,৬৪২,৬৪৩ ও হাল দাগ নং-৬৮৫ ও ৭৫৫, ৬৭ শতাংশ জমি ক্রয়ের পর থেকে চাষাবাদসহ ভোগদখল করে আসছিলেন।

সম্প্রতি চায়না কনষ্ট্রাকশন সেভেন ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের (বালু সরবরাহকারী) প্রকৌশলী আল আমিনসহ অজ্ঞাত ১০/১২ জন ব্যক্তি জোরপূর্বক স্কেভেটর (ভেকু) দ্বারা আবাদী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। এতে বাধা প্রদান করলে উল্লেখিত ব্যক্তিরা মিলন মণ্ডলকে খুন-জখমসহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদর্শন করে। সেইসাথে বিষয়টি অন্যদের জানাতে নিষেধ করে ভয়ভীতি দেখান তারা।

এ ঘটনায় চায়না কনষ্ট্রাকশন সেভেন ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের (বালু সরবরাহকারী) প্রকৌশলী আল আমিনসহ অজ্ঞাত ১০/১২ জন ব্যক্তির নামে থানায় এজাহার দাখিল করা হয়েছে। কিন্তু এতেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন মিলন মণ্ডল।

এর আগে চায়না কনষ্ট্রাকশন সেভেন ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের (বালু সরবরাহকারী) প্রকৌশলী আল আমিনসহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধভাবে বালু সরবরাহের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলার তালুকানুপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জীবন প্রামাণিক। কিন্তু অজ্ঞাত কারণে তার নাম বাদ দিয়ে আদালতে অভিযোপত্র দাখিল করেন পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :