নানা সমস্যায় জর্জরিত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত সেবা প্রত্যাশীরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৮ PM, ১৯ মার্চ ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জ লাখাইয়ে নানা সমস্যায় জর্জরিত লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে,জন ভোগান্তি চরমে। প্রতিনিয়ত সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগী সাধারণ মানুষ।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফীন ডিবিসি প্রতিনিধিকে জানান এ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করার পর আমার কাছে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়াদির কারনে সেবা নিতে আসা রোগিরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, প্রতিদিন বহিঃবিভাগে নারী পুরুষ ও শিশু সহ এন সি ডি, এ এন সি, পি এন সি, আই এম সি ই তে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। করান আমার এ কেন্দ্রে ডাক্তার প্রয়োজন ১০ জন, আছে মাত্র ৫ জন।
তিনি আরো জানান, ইনডোর, আউটডোর,ও ইমার্জেন্সি সহ ডাক্তারের প্রয়োজন ১০ জন ডাক্তার কিন্তু আছে মাত্র ৫জন তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া দুইজন ডাক্তার বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছে। তন্মধ্যে ডাক্তার নাহিদ চৌধুরী সুমন ২০১৯ ও ডাক্তার রেজাউল ইকরাম ২০১৬ সাল থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত কিন্তু কাগজে পত্রে তারা এখনও চাকুরীরত রয়েছেন কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি চালাচালি করে ও কোন প্রকার তাদের ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ নেয়া হয়নি।
তিনি বলেন, আমার এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ল্যাব টেকনোলজিস, রেডিওগ্রাপার, কার্ডিওগ্রাপার। তিনি আরো বলেন সংশ্লিষ্ট মন্ত্রনালয় এ বিষয় গুলো নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবী জানান।
অত্র স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা বেশ কয়েকজনের সাথে আলাপ কালে তারা জানান, এ স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সমস্যার কারনে আমরা কাঙ্ক্ষিত সেবা থেকে প্রতিনয়ত বঞ্চিত হচ্ছি।

আপনার মতামত লিখুন :