গোবিন্দগঞ্জে আমন ধান সংগ্রহের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৬ PM, ২৫ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা হলরুমে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা হলরুমে ঢাকা থেকে মুঠোফোনে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন  ও উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার দেব প্রমুখ।

আপনার মতামত লিখুন :