সুন্দর মনোরম পরিবেশে “মারকাযুল হুফফাজ মডেল” নামে একটি মাদরাসা উদ্বোধনের মধ্যদিয়ে কোরআন শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের চুনারুঘাট রোডে একাধিক মাদরাসা ছাত্র গড়ার কারিগর,বিনয়ী হাফেজ, মাওলানা কাওছার আহমদের প্রচেষ্টায় উদ্বোধন করা হয়। বাহুবলের সুনামধন্য হামিদনগর মাদরাসার সাবেক ছাত্র ও শিক্ষক হাফেজ ও মাওলানা কাওছার আহমেদের পরিচালিত ও সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাহুবল কাসিমুল উলুম কওমী মাদরাসার ভাইস প্রেন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক।
এছাড়া বিশিষ্ট আলেম,ছাত্র ও এলাকার নানান শ্রেণি পেশার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। আজ থেকে ভর্তি কার্যক্রম ও
পহেলা রমজান থেকে দরস শুরু হওয়ার কথা জানিয়েছেন- কর্তৃপক্ষ।