লাখাইয়ে ডায়রীয়ার পাদুর্ভাব জনবল সংকট কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৭ PM, ১৭ মার্চ ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জে লাখাইয়ে ডায়রীয়ার পাদুর্ভাব দেখা দিয়েছে জনবল সংকটের কারনে সেবা থেকে বঞ্চিত সেবা নিতে আসা রোগিরা।
সরেজমিনে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে বুধবার (১৫ মার্চ) ২৩ ইং তারিখে নারী, শিশু ও পুরুষ সহ ২৯ জন রোগী ভর্তি আছেন। তন্মধ্যে ২২ জন রোগী ডায়রিয়া আক্রান্ত।
কয়েকজন রোগির অভিভাবকদের সাথে আলাপ কালে তারা জানান, নিয়মিত এবং যথা সময়ে ডাক্তার ও নার্সদের কে পাওয়া যায় না।
বামৈ পূর্ব গ্রামের রেজিয়া খাতুন (৬০) রোগির অভিভাবক এ প্রতিনিধিকে জানান মেট্রিল সিরাপ বাহির থেকে কিনে আনতে হচ্ছে।
তিনি আরো বলেন, হাসপাতাল থেকে এই ঔষধ কিনে আনতে হয়। এ ব্যাপারে একজন কর্তব্যরত নার্স জানা এই সিরাপ সরকারি ভাবে সাপ্লাই না থাকায় এই ঔষধ রোগীদের সেবার সার্থে বাহির থেকে কিনে আনতে রোগীদের অভিভাবকদের পরামর্শ দিয়ে থাকি।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাজী শামছুল আরেফিনর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার প্রয়োজন ১০ জন কি আমার ডাক্তার আছে ৬ জন তাই সেবা নিতে আসা রোগিদের সেবা দিতে আমরা হরহামেশা হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরো বলেন, ১৪ ই মার্চ আমার হাসপাতালে রোগি ভর্তি ছিল ৩৪ জন কিন্ত বেড সংখ্যা ৩১ জন সে দিক থেকেও রোগীদের ঠিক মত সেবা দিতক পারছিনা।
তিনি জানান, ৫০ শয্যা হাসপাতাল চালু হলে হয়তো রোগীদের ভোগান্তি কিছুটা লাগব হতো।

আপনার মতামত লিখুন :