পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
পলাশবাড়ী থানার এসআই আঃ মান্নানের নেতৃত্বে ১৩ মার্চ রবিবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং করে থানা পুলিশের একটি দল। এ সময় গাইবান্ধা-বগুড়াগামী আব্দুল্লাহ নামক একটি যাত্রীবাহী গেটলক বাস চেকিং করাকালে রংপুরের মিঠাপুকুর থানার চুহাড় গ্রামের মৃত নুর মিয়ার ছেলে রাজা মিয়া (৫৪) এর নিকট থেকে ১০ বোতল এবং একই জেলার কোতয়ালী (আরপিএমপি) থানার মধ্য বাু খাঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহেল রান (৩৫) এর নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ব্যাপারে পলাশবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

