লাখাইয়ে প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক গোলাম কিবরিয়া কারাগারে সাময়িক বরখাস্ত হয়নি এখনও

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৮ PM, ১৩ মার্চ ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী গোলাম কিবরিয়া সরকারী টাকা আত্নসাতের অভিযোগে দুদকের তদন্তে প্রমানিত হওয়ার পর হবিগঞ্জ বিজ্ঞ দায়রা জজ আদালতে বিগত ২৯ জানুয়ারী ২৩ ইং তারিখে জামিনের আবেদন করার পর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।

গোলাম কিবরিয়া এখনও কারাগারে রয়েছেন। কিন্তু লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের খাতা পত্রে দেখা গেছে গোলাম কিবরিয়া বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছে।

এ ব্যাপারে লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলীনুরের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন আমার অফিস সহায়ক গোলাম কিবরিয়া কারাগারে যে আছে সে ব্যাপারে আমার জানা নাই।

তবে সে গত ১লা ফেব্রুয়ারী ২৩ ইং তারিখ থেকে বিনা দরখাস্তে অনুপস্থিত থাকায় তাকে পর পর ২ টা নোটিশ দিয়েছি কিন্তু একটা নোটিশের জবাব দেয়নি। তবে তৃতীয় নোটিশের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন সরকারী কোন কর্মকর্তা বা কর্মচারী দূর্নীতির অভিযোগে কারাগারে গেলে তাকে সাময়িক বরখাস্ত হওয়ার কথা।

লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন  অফিসের অফিস সহকারী গোলাম কিবরিয়া দূর্নীতির দায়ে কারাগারে আছে। কিন্তু এখনও গোলাম কিবরিয়াকে সাময়ীক বরখাস্ত হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলে দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্তা নিতে।

এ ঘটনায় লাখাই উপজেলার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :