হবিগঞ্জে জেলা নেতাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষনা
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি;
মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বাহুবলে উপজেলা সদরে অটোরিকশা অটো টেম্পো শ্রমিক (১৯৭৯) সংগঠনের নতুন আহবায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্র করে শ্রমিকেরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
এদিকে ঘটনার জন্য জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মাজেদুর রহমান শিপুকে দায়ী করে একদল শ্রমিক তাকে অবাঞ্ছিত ঘোষনা করেছে।
জানা যায়, ওই সংগঠনের ঘটিত কমিটির মেয়াদ চলমান রয়েছে। এরইমাঝে তড়িঘড়ি রহস্যজনক কারনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন একটি আহবায়ক কমিটির ঘোষনা আসে। এতে পূর্বের কমিটির লোকজনের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয় এবং উপজেলা সদরে আরও একটি পৃথক স্ট্যান্ড গড়ে যাত্রী আনা নেওয়া করা হচ্ছে।
তবে তার কোন সঠিক সমাধান না হওয়ার আগেই অনিয়মভাবে আহবায়ক কমিটি ঘটনের খবরে সফিক চৌধুরীর সমর্থিত একদল শ্রমিক ওই নেতাকে অবাঞ্ছিত ঘোষনা করা সহ একটি মিছিল বের করে আহবায়ক কমিটি বাতিল ও শৃঙ্খলা ভিত্তিক সংগঠনের কার্যক্রমের দাবী জানান।

