সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫০ PM, ২১ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের শান্তির মোড় এলাকায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় হাসনা বানু (৬৮) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।

তিনি শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ব্যাটারি চালিত একটি রিক্সা-ভ্যানে করে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রামে মেয়ে লাকী বেগমের বাড়িতে যাচ্ছিলেন।

এরই একপর্যায় শান্তির মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে হাসনাবানু সড়কের পাশে খাদে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করেছেন। পরিবারের আপত্তি না থাকায় গৃহবধুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :